কিন্তু যথাযথ বিনিয়োগ কৌশল ও তথ্য প্রাপ্তির নিশ্চয়তা থাকলে প্রত্যেক বিনিয়োগকারীই তার স্ব স্ব অবস্থান থেকে ভালো মুনাফা করতে পারবে। তাই শেয়ারনিউজ২৪ ডটকমের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য ১০টি রুলস খুঁজে বের করার চেষ্ঠা করা হয়েছে। আপতত দৃষ্টিতে এই ১০টি নিয়ম মানলে বদলে যেতে পারে আপনার পোর্টফোলিও।
০১. প্রতিদিন ট্রেডিং শুরু হবার পূর্বেই পর্যাপ্ত হোমওয়ার্ক করে ট্রেডিং প্ল্যান প্রস্তুত করুন এবং সেই অনুযায়ী বিনিয়োগ করুন। প্ল্যানের বাহিরে গিয়ে বিনিয়োগ থেকে বিরত থাকুন।
০২. লোভ বর্জন করুন। কারণ, আমরা অতিরিক্ত লোভে উচ্চমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ করে লোকসানে পড়ি। তাই, কোন কোম্পানিরে বিনিয়োগ করা উচিত (বিভিন্ন মনদন্ডের ভিত্তিতে) তা যাচাই করতে আগেই ট্রেডিং প্ল্যান করুন।
এছাড়াও অনেকেই কেনার সময় মুনাফার টার্গেট সেট করেন এবং শেয়ার মূল্য সে টার্গেটে না পৌঁছালে বিক্রি করেন না। ফলে অনেক সময় লাভ ঘরে তুলতে পারেন না বরং পরে লোকসানে বিক্রি করেন।
০৩. কোন শেয়ার বা ইউনিটের দর বাড়তে দেখলে বা কেউ লাভ করতে দেখলে বিচলিতা হবেন না। ঠাণ্ডা মাথাই বিনিয়োগ করুন, আপনিও পারবেন।
০৪. প্রত্যেকদিন প্রফিটের আশা বাদ দিয়ে, দীর্ঘমেয়াদে উচ্চ মুনাফা করা যায় এমন শেয়ারকে বিনিয়োগের তালিকায় রাখুন। আপনার পুঁজি কম হলে ডে-ট্রেডিং থেকে বিরত থাকুন।
০৫. যে শেয়ারগুলোর আর্থিক বছর সম্পন্ন হয়েছে ও ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় রয়েছে বা যে সকল কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন প্রকাশের সময় হয়েছে এমন কোম্পানি খুঁজে বের করুন। এসব কোম্পানিগুলোর মধ্যে যাদের শেয়ার দর সর্বনিম্ন অবস্থানে আসে তা যাচাই করুন। এবং খাত ভিত্তিতে কোন কোম্পানির ব্যবসায়িক অবস্থা কেমন হতে পারে তা মূল্যায়ন করে বিনিয়োগ করুন।
০৬. হাতে গোনা নির্দিষ্ট কিছু শেয়ারের গতি বিধি সব সময়ই নখ-দর্পণে রাখুন। কোন মাসে শেয়ার টির দাম কম থাকে আর কোন মাসে শেয়ার টির দাম বেশি থাকে তা পর্যবেক্ষণ করুন। এমন শেয়ার নির্বাচন করুন যাতে সারা বছর আপনি বিনিয়োগে থাকতে পারেন। অর্থাৎ একটি সেল দেওয়ার পর আরেকটা বাই কার্যক্রম শুরু করতে পারেন।
০৭. হাতে ম্যাচিউর (বিক্রি উপযোগী) শেয়ার থাকলে, তাকে ব্যবহার করতে শিখুন। দাম কম থাকলে আপনার আগের শেয়ারটি বাই করুন, একটু বাড়লে সেল করুন। তাহলে আপনার আটকে থাকা টাকা বের হয়ে আসবে।
০৮. মূলধনের সমস্ত অংশ দিয়ে শেয়ার না কিনে কিছু নগদ টাকা হাতে রাখুন। যেকোন সময় সুযোগ আসতে পারে, হাতে নগদ টাকা রিজার্ভ না থাকলে সুযোগ হাতছাড়া হতে পারে।
০৯. লস খেলে ভুলগুলো চিন্তা করুন। কেন লস খেলেন চিন্তা করুন, পরে ভাল করবেন।
১০. সব সময় গুজব বা উড়ো নিউজ সর্ম্পকে সতর্ক থাকবেন। নিউজের ফাঁদে পড়ে অনেকেই বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফেসবুকে আইটেম ব্যাপারিদের নিকট থেকে নিজেদের দূরে রাখুন। অন্যের কথায় বিনিয়োগে না যাওয়াই উত্তম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন