Or Get Result Click On Above Image / উপরের ইমেজে ক্লিক করুন
আরো পড়ুন–
শেয়ার বাজার এবং স্টক মার্কেট এমন একটি বাজার যেখানে অনেক সংস্থার শেয়ার কেনা বেচা হয়। এটি এমন এক জায়গা যেখানে কিছু লোক হয় প্রচুর অর্থ উপার্জন করে বা তাদের সমস্ত অর্থ হ্রাস করে। কোনও সংস্থার অংশ কেনা অর্থ সেই সংস্থায় শেয়ারহোল্ডার হওয়া। আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেন সে অনুযায়ী আপনি সেই সংস্থার কিছু শতাংশের মালিক হন। যার অর্থ হ’ল সেই সংস্থাটি যদি ভবিষ্যতে মুনাফা অর্জন করে তবে আপনি আপনার দ্বারা বিনিয়োগকৃত দ্বিগুণ অর্থ পাবেন এবং যদি কোনও ক্ষতি হয় তবে আপনি একটি পয়সাও পাবেন না অর্থাৎ আপনি সম্পূর্ণ হারাবেন। শেয়ারবাজারে যেমন অর্থোপার্জন করা সহজ, তেমনিভাবে এখানে অর্থ হ্রাস করাও সমান সহজ কারণ শেয়ার বাজারে উত্থান-পতন রয়েছে।
বিস্তারিত জানতে Go To Share Pageহাঁচি হলো এক প্রকার শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীর থেকে উদ্দীপক বা উত্তেজক বস্তু অপসৃত হয়। অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা উত্তেজক রাসায়নিক পদার্থ যেমন : হিস্টামিন নাক দিয়ে নির্গত হওয়ার সময় হাঁচি দেয়। কিছু স্পর্শকাতর দ্রব্য যেমন ধুলাবালি, পশুপাখি বা ফুলের পরাগের সংস্পর্শে এলে নাকের অ্যালার্জি আক্রান্তদের এ সমস্যাটি হয় এমনকি তীব্র গন্ধ, তাপমাত্রার পরিবর্তনেও। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে ফুলের পরাগের জন্য অ্যালার্জির কারণে হাঁচি হয়। প্রায় যে কোনো জিনিসই যা নাকে উত্তেজনা সৃষ্টি করে তার কারণে হাঁচি হতে পারে।
বিস্তারিত জানতে- Click On Meএ বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে যার জন্য তিনি আর কেউ নন মুহাম্মদ তাঁর নাম। আল কোরআনে আল্লাহ বলেছেন, ‘ওয়ামা আরসালানাকা ইল্লাহ রাহমাতাল্লিল আলামিন। হে নবী! আমি তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত করে পাঠিয়েছি।’ আল্লাহতায়ালার নির্দেশ হলো, ‘নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি সালাত-দরূদ পেশ করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।’ (সূরা আহজাব: ৫৬)
বিস্তারিত জানতে- Click On Meবর্তমানে বেশিরভাগ মানুষের ঘরেই ফ্রিজ আছে। ফ্রিজ ছাড়া জীবনযাপন করা এখন অনেকটাই মুশকিল। কর্মব্যস্ত জীবনে ফ্রিজ যেন একটু হলেও স্বস্তি দেয়। বিশেষ করে ঘরে একটি ফ্রিজ থাকলে খাবার সংরক্ষণ করার বিষয়ে আর চিন্তা করতে হয় না। তবে ফ্রিজের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে গিয়ে ঝামেলায় পড়েন অনেকেই। আসলে নির্দিষ্ট নিয়ম মেনে ফ্রিজ ব্যবহার করলে বিদ্যুতের বিল অনেক কম আসে। তবে অনেকেরই এ বিষয়ে তেমন ধারণা নেই! এ কারণেই মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। চলুন তবে জেনে নেওয়া যাক অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে যা করণীয়-ে
বিস্তারিত জানতে- Click On Meউইন্ডোজ কী চেপে ধরে প্রেস করুন R সঙ্গে সঙ্গে Run কমান্ড চালু হয়ে যাবে। সেখানে টাইপ করুন shutdown (স্পেস) -s (স্পেস) -t (স্পেস) 00 (জিরো জিরো) (যেমন shutdown -s -t 00) তারপর Enter কী চাপুন কম্পিউটার বন্ধ হয়ে যাবে
বিস্তারিত জানতে- Click On Meআপনি যদি মনে করেন সঞ্চয় করা বেশ কঠিন, তাহলে আপনার ধারণাটি একদম ভুল। শুধু আয় করে ইচ্ছেমতো খরচ করলে হবে না। ভবিষ্যতের জন্য সঞ্চয়ও প্রয়োজন। তবে অনেকে মনে করেন, কম টাকা আয় করে কীভাবে সঞ্চয় করা সম্ভব। কেউ আবার মনে করে সংসার জীবনে সঞ্চয় করব। তবে জীবনের যে স্টেজে থাকেন না কেন সঞ্চয় করা উচিত। চাইলে অল্প আয় করেও টাকা সঞ্চয় করা সম্ভব।
বিস্তারিত জানতে- Click On Meযৌবন ধরে রাখতে আমরা কত কিছুই না করে থাকি। সকলেই চায় আজীবন যৌবন ধরে রাখতে। সুস্থ থাকতে এবং তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিজেকে সুস্থ-সবল রাখতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেয়া দরকার।
-বিস্তারিত জানতে- Click On Me
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন