আল্লাহ্ তায়ালার ৯৯ নামের ফজিলত বাংলা অর্থসহ

 এই বিশ্ব চরাচরের মহান স্রষ্টা আল্লাহতায়ালার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব প্রভৃতির পরিচায়ক কিছু সুন্দর নাম আছে। যেগুলোকে বলা হয়- আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ।

আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে। ’ –সূরা আরাফ: ১৮০

আল্লাহর গুণবাচক নামগুলো অতিশয় মোবারক ও পবিত্র। মহান আল্লাহর পরিচয় সঠিকভাবে জ্ঞাত হয়ে ঈমানকে পূর্ণাঙ্গ করার জন্য আসমাউল হুসনা সম্পর্কে জানা আবশ্যক। এ ছাড়া আল্লাহতায়ালার এসব নামের জিকিরের প্রচুর ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এসব নাম মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।


ক্রমিক নং
নাম
বাংলা
অর্থ
.
الرَّحْمَنُ
আর-রহ়মানসবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
.
الرَّحِيمُ
আর-রহ়ীমসবচাইতে ক্ষমাশীল
.
الْمَلِكُ
আল-মালিকঅধিপতি
.
الْقُدُّوسُ
আল-ক্বুদ্দূসপূতঃপবিত্র, নিখুঁত
.
السَّلَامُ
আস-সালাশান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা
.
الْمُؤْمِنُ
আল-মু’মিনজামিনদার, সত্য ঘোষণাকারী
.
الْمُهَيْمِنُ
আল-মুহাইমিনঅভিভাবক, প্রতিপালক
.
الْعَزِيزُ
আল-’আযীযসর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
.
الْجَبَّارُ
আল-জাব্বাদুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত
১০.
الْمُتَكَبِّرُ
আল-মুতাকাব্বিরসর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১১.
الْخَالِقُ
আল-লিক্বসৃষ্টিকর্তা, (শূন্য থেকে)
১২
الْبَارِئُ
আল-বারি’বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৩.
الْمُصَوِّرُ
আল-মুসউয়িরআকৃতিদানকারী
১৪.
الْغَفَّارُ
আল-গফ্‌ফাপুনঃপুনঃ মার্জনাকারী
১৫.
الْقَهَّارُ
আল-ক্বহ্‌হাদমনকারী
১৬.
الْوَهَّابُ
আল-ওয়াহ্‌হাস্থাপনকারী
১৭.
الرَّزَّاقُ
আর-রযযাক্বপ্রদানকারী
১৮.
الْفَتَّاحُ
আল-ফাত্তাহ়প্রারম্ভকারী, বিজয়দানকারী
১৯.
الْعَلِيمُ
আল-’আলীমসর্বজ্ঞানী, সর্বদর্শী
২০.
الْقَابِضُ
আল-ক্ববিদ়নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২১.
الْبَاسِطُ
আল-বাসিতপ্রসারণকারী
২২.
الْخَافِضُ
আল-খ়¯ফিদ়(অবিশ্বাসীদের) অপমানকারী
২৩.
الرَّافِعُ
আর-ঢ়¯ফি’উন্নীতকারী
২৪.
الْمُعِزُّ
আল-মু’ইয্বসম্মানপ্রদানকারী
২৫.
الْمُذِلُّ
আল-মুঝ়িলসম্মানহরণকারী
২৬.
السَّمِيعُ
আস-সামী’সর্বশ্রোতা
২৭.
الْبَصِيرُ
আল-বাসী়রসর্বদ্রষ্টা
২৮.
الْحَكَمُ
আল-হা়কামবিচারপতি
২৯.
الْعَدْلُ
আল-’আদল্‌নিখুঁত
৩০.
اللَّطِيفُ
আল-লাতীফঅমায়িক
৩১.
الْخَبِيرُ
আল-খবীরসম্যক অবগত
৩২.
الْحَلِيمُ
আল-হ়ালীমধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৩.
الْعَظِيمُ
আল-’আযীমসুমহান
৩৪.
الْغَفُورُ
আল-গ’ফূরমার্জনাকারী
৩৫.
الشَّكُورُ
আশ-শাকূরসুবিবেচক
৩৬.
الْعَلِيُّ
আল-’আলিইমহীয়ান
৩৭.
الْكَبِيرُ
আল-কাবীরসুমহান
৩৮.
الْحَفِيظُ
আল-হ়াফীযসংরক্ষণকারী
৩৯.
الْمُقِيتُ
আল-মুক্বীতলালনপালনকারী
৪০.
الْحَسِيبُ
আল-হ়াসীবমীমাংসাকারী
৪১.
الْجَلِيلُ
আল-জালীলগৌরবান্বিত
৪২.
الْكَرِيمُ
আল-কারীমউদার, অকৃপণ
৪৩.
الرَّقِيبُ
আর-রক্বীবসদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৪.
الْمُجِيبُ
আল-মুজীবসাড়া দানকারী, উত্তরদাতা
৪৫.
الْوَاسِعُ
আল-ওয়াসি’অসীম, সর্বত্র বিরাজমান
৪৬.
الْحَكِيمُ
আল-হ়াকীমসুবিজ্ঞ, সুদক্ষ
৪৭.
الْوَدُودُ
আল-ওয়াদূদস্নেহশীল
৪৮.
الْمَجِيدُ
আল-মাজীদমহিমান্বিত
৪৯.
الْبَاعِثُ
আল-বা‘ইস়পুনরুত্থানকারী
৫০.
الشَّهِيدُ
আশ-শাহীদসাক্ষ্যদানকারী
৫১.
الْحَقُّ
আল-হাক্ক্বপ্রকৃত সত্য,
৫২.
الْوَكِيلُ
আল-ওয়াকীলসহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল
৫৩.
الْقَوِيُّ
আল-ক্বউইক্ষমতাশালী
৫৪.
الْمَتِينُ
আল মাতীনসুদৃঢ়, সুস্থির
৫৫.
الْوَلِيُّ
আল-ওয়ালিইবন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী
৫৬.
الْحَمِيدُ
আল-হ়ামীদসকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৭.
الْمُحْصِي
আল-মুহ়সীবর্ণনাকারী, গণনাকারী
৫৮.
الْمُبْدِئُ
আল-মুব্‌দি’অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৫৯.
الْمُعِيدُ
আল-মু’ঈদপুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬০.
الْمُحْيِي
আল-মুহ়ীইজীবনদানকারী
৬১.
الْمُمِيتُ
আল-মুমীতধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬২.
الْحَيُّ
আল-হ়াইইচিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৩.
الْقَيُّومُ
আল-ক্বইয়ূমঅভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৪.
الْوَاجِدُ
আল-ওয়াজিদপর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৫.
الْمَاجِدُ
আল-মাজিদসুপ্রসিদ্ধ
৬৬.
الْوَاحِدُ
আল-ওয়াহ়িদএক, অনন্য, অদ্বিতীয়
৬৭.
الصَّمَدُ
আস-সমাদচিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৮.
الْقَادِرُ
আল-ক্বদিরসর্বশক্তিমান
৬৯.
الْمُقْتَدِرُ
আল-মুক্বতাদিরপ্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭০.
الْمُقَدِّمُ
আল-মুক্বদ্দিমঅগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭১.
الْمُؤَخِّرُ
আল-মুআক্ষিরবিলম্বকারী
৭২.
الْأَوَّلُ
আল-আউয়ালসর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৩
الْآخِرُ
আল-খিরসর্বশেষ, যার কোন শেষ নাই
৭৪.
الظَّاهِرُ
আজ়-জ়়হিরসুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৫.
الْبَاطِنُ
আল-বাত়িনলুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৬.
الْوَالِيَ
আল-ওয়ালিসুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৭.
الْمُتَعَالِي
আল-মুতা’আলীসর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৮.
الْبَرُّ
আল-বার্‌রকল্যাণকারী
৭৯.
التَّوَّابُ
আত-তাওয়াবিনম্র, সর্বদা আবর্তিতমান
৮০.
الْمُنْتَقِمُ
আল-মুন্‌তাক্বিমপ্রতিফল প্রদানকারী
৮১.
الْعَفُوُّ
আল-’আফুউশাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮২.
الرَّءُوفُ
আর-র’ওফসদয়, সমবেদনা প্রকাশকারী
৮৩.
مَالِكُ الْمُلْكِ
মালিকুল মুলক্‌সার্বভৌম ক্ষমতার অধিকারী
৮৪.
ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
জ়়ুল জালালি ওয়াল ইকমর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৫.
الْمُقْسِطُ
আল-মুক্বসিত়ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৬.
الْجَامِعُ
আল-জামি’একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৭.
الْغَنِيُّ
আল-গ’নিইঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৮.
الْمُغْنِي
আল-মুগ’নিসমৃদ্ধকারী, উদ্ধারকারী
৮৯.
الْمَانِعُ
আল-মানি’প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯০
الضَّارُّ
আদ়-দ়়র্‌রযন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯১.
النَّافِعُ
আন-নাফি’অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯২.
النُّورُ
আন-নূরআলোক
৯৩.
الْهَادِي
আল-হাদীপথপ্রদর্শক
৯৪.
الْبَدِيعُ
আল-বাদী’অতুলনীয়, অনিধগম্য (Unattainable),
৯৫.
الْبَاقِي
আল-বাকীঅপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৬.
الْوَارِثُ
আল-ওয়ারিস়সবকিছুর উত্তরাধিকারী
৯৭.
الرَّشِيدُ
আর-রশীদসঠিক পথের নির্দেশক
৯৮.
الصَّبُورُ
আস-সবূরধৈর্যশীল
আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى) হলো ইসলাম 

ক্বুরআনের বর্ণনায় আল্লাহ'র গুণবাচক নামসমূহকে "সুন্দরতম নামসমূহ" বলে উল্লেখ করা হয়েছে। (নিম্ন-বর্ণিত দেখুন সূরা আল আরাফ ৭:১৮০, বনী-ইসরাঈল 17:110, ত্বোয়া-হা 20:8,আল হাশ্‌র 59:24)।





ক্রমিক নং
নাম
বাংলা
অর্থ
.
الرَّحْمَنُ
আর-রহ়মানসবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
.
الرَّحِيمُ
আর-রহ়ীমসবচাইতে ক্ষমাশীল
.
الْمَلِكُ
আল-মালিকঅধিপতি
.
الْقُدُّوسُ
আল-ক্বুদ্দূসপূতঃপবিত্র, নিখুঁত
.
السَّلَامُ
আস-সালাশান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা
.
الْمُؤْمِنُ
আল-মু’মিনজামিনদার, সত্য ঘোষণাকারী
.
الْمُهَيْمِنُ
আল-মুহাইমিনঅভিভাবক, প্রতিপালক
.
الْعَزِيزُ
আল-’আযীযসর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত
.
الْجَبَّارُ
আল-জাব্বাদুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত
১০.
الْمُتَكَبِّرُ
আল-মুতাকাব্বিরসর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত
১১.
الْخَالِقُ
আল-লিক্বসৃষ্টিকর্তা, (শূন্য থেকে)
১২
الْبَارِئُ
আল-বারি’বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী
১৩.
الْمُصَوِّرُ
আল-মুসউয়িরআকৃতিদানকারী
১৪.
الْغَفَّارُ
আল-গফ্‌ফাপুনঃপুনঃ মার্জনাকারী
১৫.
الْقَهَّارُ
আল-ক্বহ্‌হাদমনকারী
১৬.
الْوَهَّابُ
আল-ওয়াহ্‌হাস্থাপনকারী
১৭.
الرَّزَّاقُ
আর-রযযাক্বপ্রদানকারী
১৮.
الْفَتَّاحُ
আল-ফাত্তাহ়প্রারম্ভকারী, বিজয়দানকারী
১৯.
الْعَلِيمُ
আল-’আলীমসর্বজ্ঞানী, সর্বদর্শী
২০.
الْقَابِضُ
আল-ক্ববিদ়নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী
২১.
الْبَاسِطُ
আল-বাসিতপ্রসারণকারী
২২.
الْخَافِضُ
আল-খ়¯ফিদ়(অবিশ্বাসীদের) অপমানকারী
২৩.
الرَّافِعُ
আর-ঢ়¯ফি’উন্নীতকারী
২৪.
الْمُعِزُّ
আল-মু’ইয্বসম্মানপ্রদানকারী
২৫.
الْمُذِلُّ
আল-মুঝ়িলসম্মানহরণকারী
২৬.
السَّمِيعُ
আস-সামী’সর্বশ্রোতা
২৭.
الْبَصِيرُ
আল-বাসী়রসর্বদ্রষ্টা
২৮.
الْحَكَمُ
আল-হা়কামবিচারপতি
২৯.
الْعَدْلُ
আল-’আদল্‌নিখুঁত
৩০.
اللَّطِيفُ
আল-লাতীফঅমায়িক
৩১.
الْخَبِيرُ
আল-খবীরসম্যক অবগত
৩২.
الْحَلِيمُ
আল-হ়ালীমধৈর্যবান, প্রশ্রয়দাতা
৩৩.
الْعَظِيمُ
আল-’আযীমসুমহান
৩৪.
الْغَفُورُ
আল-গ’ফূরমার্জনাকারী
৩৫.
الشَّكُورُ
আশ-শাকূরসুবিবেচক
৩৬.
الْعَلِيُّ
আল-’আলিইমহীয়ান
৩৭.
الْكَبِيرُ
আল-কাবীরসুমহান
৩৮.
الْحَفِيظُ
আল-হ়াফীযসংরক্ষণকারী
৩৯.
الْمُقِيتُ
আল-মুক্বীতলালনপালনকারী
৪০.
الْحَسِيبُ
আল-হ়াসীবমীমাংসাকারী
৪১.
الْجَلِيلُ
আল-জালীলগৌরবান্বিত
৪২.
الْكَرِيمُ
আল-কারীমউদার, অকৃপণ
৪৩.
الرَّقِيبُ
আর-রক্বীবসদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী
৪৪.
الْمُجِيبُ
আল-মুজীবসাড়া দানকারী, উত্তরদাতা
৪৫.
الْوَاسِعُ
আল-ওয়াসি’অসীম, সর্বত্র বিরাজমান
৪৬.
الْحَكِيمُ
আল-হ়াকীমসুবিজ্ঞ, সুদক্ষ
৪৭.
الْوَدُودُ
আল-ওয়াদূদস্নেহশীল
৪৮.
الْمَجِيدُ
আল-মাজীদমহিমান্বিত
৪৯.
الْبَاعِثُ
আল-বা‘ইস়পুনরুত্থানকারী
৫০.
الشَّهِيدُ
আশ-শাহীদসাক্ষ্যদানকারী
৫১.
الْحَقُّ
আল-হাক্ক্বপ্রকৃত সত্য,
৫২.
الْوَكِيلُ
আল-ওয়াকীলসহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল
৫৩.
الْقَوِيُّ
আল-ক্বউইক্ষমতাশালী
৫৪.
الْمَتِينُ
আল মাতীনসুদৃঢ়, সুস্থির
৫৫.
الْوَلِيُّ
আল-ওয়ালিইবন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী
৫৬.
الْحَمِيدُ
আল-হ়ামীদসকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়
৫৭.
الْمُحْصِي
আল-মুহ়সীবর্ণনাকারী, গণনাকারী
৫৮.
الْمُبْدِئُ
আল-মুব্‌দি’অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা
৫৯.
الْمُعِيدُ
আল-মু’ঈদপুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি
৬০.
الْمُحْيِي
আল-মুহ়ীইজীবনদানকারী
৬১.
الْمُمِيتُ
আল-মুমীতধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী
৬২.
الْحَيُّ
আল-হ়াইইচিরঞ্জীব, যার কোন শেষ নাই
৬৩.
الْقَيُّومُ
আল-ক্বইয়ূমঅভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী
৬৪.
الْوَاجِدُ
আল-ওয়াজিদপর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী
৬৫.
الْمَاجِدُ
আল-মাজিদসুপ্রসিদ্ধ
৬৬.
الْوَاحِدُ
আল-ওয়াহ়িদএক, অনন্য, অদ্বিতীয়
৬৭.
الصَّمَدُ
আস-সমাদচিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ
৬৮.
الْقَادِرُ
আল-ক্বদিরসর্বশক্তিমান
৬৯.
الْمُقْتَدِرُ
আল-মুক্বতাদিরপ্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী
৭০.
الْمُقَدِّمُ
আল-মুক্বদ্দিমঅগ্রগতিতে সহায়তা প্রদানকারী
৭১.
الْمُؤَخِّرُ
আল-মুআক্ষিরবিলম্বকারী
৭২.
الْأَوَّلُ
আল-আউয়ালসর্বপ্রথম, যার কোন শুরু নাই
৭৩
الْآخِرُ
আল-খিরসর্বশেষ, যার কোন শেষ নাই
৭৪.
الظَّاهِرُ
আজ়-জ়়হিরসুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)
৭৫.
الْبَاطِنُ
আল-বাত়িনলুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)
৭৬.
الْوَالِيَ
আল-ওয়ালিসুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
৭৭.
الْمُتَعَالِي
আল-মুতা’আলীসর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ
৭৮.
الْبَرُّ
আল-বার্‌রকল্যাণকারী
৭৯.
التَّوَّابُ
আত-তাওয়াবিনম্র, সর্বদা আবর্তিতমান
৮০.
الْمُنْتَقِمُ
আল-মুন্‌তাক্বিমপ্রতিফল প্রদানকারী
৮১.
الْعَفُوُّ
আল-’আফুউশাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী
৮২.
الرَّءُوفُ
আর-র’ওফসদয়, সমবেদনা প্রকাশকারী
৮৩.
مَالِكُ الْمُلْكِ
মালিকুল মুলক্‌সার্বভৌম ক্ষমতার অধিকারী
৮৪.
ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
জ়়ুল জালালি ওয়াল ইকমর্যাদা ও ঔদার্যের প্রভু
৮৫.
الْمُقْسِطُ
আল-মুক্বসিত়ন্যায়পরায়ণ, প্রতিদানকারী
৮৬.
الْجَامِعُ
আল-জামি’একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী
৮৭.
الْغَنِيُّ
আল-গ’নিইঐশ্বর্যবান, স্বতন্ত্র
৮৮.
الْمُغْنِي
আল-মুগ’নিসমৃদ্ধকারী, উদ্ধারকারী
৮৯.
الْمَانِعُ
আল-মানি’প্রতিরোধকারী, রক্ষাকর্তা
৯০
الضَّارُّ
আদ়-দ়়র্‌রযন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী
৯১.
النَّافِعُ
আন-নাফি’অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী
৯২.
النُّورُ
আন-নূরআলোক
৯৩.
الْهَادِي
আল-হাদীপথপ্রদর্শক
৯৪.
الْبَدِيعُ
আল-বাদী’অতুলনীয়, অনিধগম্য (Unattainable),
৯৫.
الْبَاقِي
আল-বাকীঅপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়
৯৬.
الْوَارِثُ
আল-ওয়ারিস়সবকিছুর উত্তরাধিকারী
৯৭.
الرَّشِيدُ
আর-রশীদসঠিক পথের নির্দেশক
৯৮.
الصَّبُورُ
আস-সবূরধৈর্যশীল
আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى) হলো ইসলাম 

ক্বুরআনের বর্ণনায় আল্লাহ'র গুণবাচক নামসমূহকে "সুন্দরতম নামসমূহ" বলে উল্লেখ করা হয়েছে। (নিম্ন-বর্ণিত দেখুন সূরা আল আরাফ ৭:১৮০, বনী-ইসরাঈল 17:110, ত্বোয়া-হা 20:8,আল হাশ্‌র 59:24)।



#
আরবীতে
বর্ণান্তর
অণুবাদ (আলোচ্য বিষয়বস্তুর উপর অর্থ নির্ভরশীল)
الله
আল্লাহ
আল্লাহ
الرحمن
আর রাহমান
পরম দয়ালু
الرحيم
আর-রহী'
অতিশয়-মেহেরবান
الملك
আল-মালিক
সর্বকর্তৃত্বময়
القدوس
আল-কুদ্দুস
নিষ্কলুষঅতি পবিত্র
السلام
আস-সালাম
নিরাপত্তা-দানকারীশান্তি-দানকারী
المؤمن
আল-মু'মিন
নিরাপত্তা  ঈমান দানকারী
المهيمن
আল-মুহাইমিন
পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী
العزيز
আল-'জীজ
পরাক্রমশালীঅপরাজেয়
১০
الجبار
আল-জাব্বার
দুর্নিবার
১১
المتكبر
আল-মুতাকাব্বিইর
নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী
১২
الخالق
আল-খালিক্ব
সৃষ্টিকর্তা
১৩
البارئ
আল-বারী
সঠিকভাবে সৃষ্টিকারী
১৪
المصور
আল-মুছউইর
আকৃতি-দানকারী
১৫
الغفار
আল-গফ্ফার
পরম ক্ষমাশীল
১৬
القهار
আল-ক্বাহার
কঠোর
১৭
الوهاب
আল-ওয়াহ্হাব
সবকিছু দানকারী
১৮
الرزاق
আর-রজ্জাক্ব
রিযিকদাতা
১৯
الفتاح
আল ফাত্তাহ
বিজয়দানকারী
২০
العليم
আল-'লীম
সর্বজ্ঞ
২১
القابض
আল-ক্ববিদ্ব'
সংকীর্ণকারী
২২
الباسط
আল-বাসিত
প্রশস্তকারী
22
الخافض
আল-খফিদ্বু
অবনতকারী
২৪
الرافع
আর-রফীই'
উন্নতকারী
২৫
المعز
আল-মুই'জ্ব
সম্মান-দানকারী
২৬
المذل
আল-মুদ্বি'ল্লু
(অবিশ্বাসীদেরবেইজ্জতকারী
২৭
السميع
আস্-সামিই'
সর্বশ্রোতা
২৮
البصير
আল-বাছীর
সর্ববিষয়-দর্শনকারী
২৯
الحكم
আল-হা'কাম
অটল বিচারক
৩০
العدل
আল-'দল
পরিপূর্ণ-ন্যায়বিচারক
৩১
اللطيف
আল-লাতীফ
সকল-গোপন-বিষয়ে-অবগত
৩২
الخبير
আল-'বীর
সকল ব্যাপারে জ্ঞাত
৩৩
الحليم
আল-হা'লীম
অত্যন্ত ধৈর্যশীল
৩৪
العظيم
আল-'জীম
সর্বোচ্চ-মর্যাদাশীল
৩৫
الغفور
আল-গফুর
পরম ক্ষমাশীল
৩৬
الشكور
আশ্-শাকুর
গুনগ্রাহী
৩৭
العلي
আল-'লিইউ
উচ্চ-মর্যাদাশীল
৩৮
الكبير
আল-কাবিইর
সুমহান
৩৯
الحفيظ
আল-হা'ফীজ
সংরক্ষণকারী
৪০
المقيت
আল-মুক্বীত
সকলের জীবনোপকরণ-দানকারী
৪১
الحسيب
আল-হাসীব
হিসাব-গ্রহণকারী
৪২
الجليل
আল-জালীল
পরম মর্যাদার অধিকারী
৪৩
الكريم
আল-কারীম
সুমহান দাতা
৪৪
الرقيب
আর-রক্বীব
তত্ত্বাবধায়ক
৪৫
المجيب
আল-মুজীব
জবাব-দানকারীকবুলকারী
৪৬
الواسع
আল-ওয়াসি'
সর্ব-ব্যাপীসর্বত্র-বিরাজমান
৪৭
الحكيم
আল-হাকীম
পরম-প্রজ্ঞাময়
৪৮
الودود
আল-ওয়াদুদ
(বান্দাদের প্রতিসদয়
৪৯
المجيد
আল-মাজীদ
সকল-মর্যাদার-অধিকারী
৫০
الباعث
আল-বাই''
পুনুরুজ্জীবিতকারী
৫১
الشهيد
আশ্-শাহীদ
সর্বজ্ঞ-স্বাক্ষী
৫২
الحق
আল-হা'ক্ব
পরম সত্য
৫৩
الوكيل
আল-ওয়াকিল
পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
৫৪
القوي
আল-ক্বউইউ
পরম-শক্তির-অধিকারী
৫৫
المتين
আল-মাতীন
সুদৃঢ়
৫৬
الولي
আল-ওয়ালিইউ
অভিভাবক  সাহায্যকারী
৫৭
الحميد
আল-হা'মীদ
সকল প্রশংসার অধিকারী
৫৮
المحصي
আল-মুহছী
সকল সৃষ্টির ব্যপারে অবগত
৫৯
المبدئ
আল-মুব্দি'
প্রথমবার-সৃষ্টিকর্তা
৬০
المعيد
আল-মুঈ'
পুনরায়-সৃষ্টিকর্তা
৬১
المحيي
আল-মুহ'য়ী
জীবন-দানকারী
৬২
المميت
আল-মুমীত
মৃত্যু-দানকারী
৬৩
الحي
আল-হাইয়্যু
চিরঞ্জীব
৬৪
القيوم
আল-ক্বাইয়্যুম
সমস্তকিছুর ধারক  সংরক্ষণকারী
৬৫
الواجد
আল-ওয়াজিদ
অফুরন্ত ভান্ডারের অধিকারী
৬৬
الماجد
আল-মাজিদ
শ্রেষ্ঠত্বের অধিকারী
৬৭
الواحد
আল-ওয়াহি'
এক  অদ্বিতীয়
৬৮
الصمد
আছ্-ছমাদ
অমুখাপেক্ষী
৬৯
القادر
আল-ক্বদির
সর্বশক্তিমান
৭০
المقتدر
আল-মুক্ব্তাদির
নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
৭১
المقدم
আল-মুক্বদ্দিম
অগ্রসারক
৭২
المؤخر
আল-মুয়াক্খির
অবকাশ দানকারী
৭৩
الأول
আল-আউয়াল
অনাদি
৭৪
الأخر
আল-আখির
অনন্তসর্বশেষ
৭৫
الظاهر
আজ-'হির
সম্পূর্নরূপে-প্রকাশিত
৭৬
الباطن
আল-বাত্বিন
দৃষ্টি হতে অদৃশ্য
৭৭
الوالي
আল-ওয়ালি
সমস্ত-কিছুর-অভিভাবক
৭৮
المتعالي
আল-মুতাআ'লি
সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৭৯
البر
আল-বার্
পরম-উপকারীঅণুগ্রহশীল
৮০
التواب
আত্-তাওয়াব
তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী
৮১
المنتقم
আল-মুনতাক্বিম
প্রতিশোধ-গ্রহণকারী
৮২
العفو
আল-'ফঊ
পরম-উদার
৮৩
الرؤوف
আর-রউফ
পরম-স্নেহশীল
৮৪
مالك الملك
মালিকুল-মুলক
সমগ্র জগতের বাদশাহ্
৮৫
ذو الجلال والإكرام
যুল-জালালি-ওয়াল-ইকরাম
মহিমান্বিত  দয়াবান সত্তা
৮৬
المقسط
আল-মুক্ব্সিত
হকদারের হক-আদায়কারী
৮৭
الجامع
আল-জামিই'
একত্রকারীসমবেতকারী
৮৮
الغني
আল-গণিই'
অমুখাপেক্ষী ধনী
৮৯
المغني
আল-মুগণিই'
পরম-অভাবমোচনকারী
৯০
المانع
আল-মানিই'
অকল্যানরোধক
৯১
الضار
আয্-যর
ক্ষতিসাধনকারী
৯২
النافع
আন্-নাফিই'
কল্যাণকারী
৯৩
النور
আন্-নূর
পরম-আলো
৯৪
الهادي
আল-হাদী
পথ-প্রদর্শক
৯৫
البديع
আল-বাদীই'
অতুলনীয়
৯৬
الباقي
আল-বাক্বী
চিরস্থায়ীঅবিনশ্বর
৯৭
الوارث
আল-ওয়ারিস'
উত্তরাধিকারী
৯৮
الرشيد
আর-রাশীদ
সঠিক পথ-প্রদর্শক
৯৯
الصبور
আস-সবুর
অত্যধিক ধৈর্যধারণকারী

No comments:

Post a Comment