ভারতের যুবক রামেশ কোনোদিন ইসলাম নিয়ে পড়াশুনা করেননি। কোনো বন্ধু তাকে বলেওনি ইসলামের ব্যাপারে। খ্রিস্টান স্কুলে পড়াশুনা করতেন। ভোগের জীবন ছিল তার। কিন্তু তার ভেতরে ছিল একাকিত্ব ও হাহাকার। লম্বা দাঁড়ি ও টুপি পড়া কাউকে দেখলে তিনি ভয় পেতেন মনে করতেন তাকে হত্যা করতে ছুটে আসছে ওই ব্যক্তি।
কিন্তু ইসলাম নিয়ে সমগ্র ধারণা মিডিয়া একপ্রকার জগাখিচুড়ি পাকিয়ে দিয়েছে বলে এখন স্পষ্ট বুঝেন রামেশ। রামেশ মনে করেন শয়তান প্রত্যেক মানুষকে উস্কানি দিয়ে থাকে। ফলে সে খারাপ ও ভালর বিভেদ বুঝতে পারে না।
ভিডিওটি দেখুন আর জেনে নিন রামেশের ঈমান গ্রহণের কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন