
হাদিসের আলোকে প্রশান্তি লাভের উপায় !
হজরত আবু হুরাইরা (রা.) এর সূত্রে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয়।
এক. আল্লাহ তায়ালাকে ভয় করা নির্জনে ও লোকসমাগমে (বা প্রকাশ্যে ও গোপনে)।
দুই. কেউ সন্তুষ্ট বা রেগে গেলেও সামনে সত্য কথা বলে দেয়া।
তিন. দারিদ্রতা ও স্বচ্ছলতা উভয় অবস্থায় মধ্যমপন্থায় খরচ করা। আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে।................................!!

কুরআনের সবচেয়ে ফজিলত পূর্ণ সূরা সমূহ- Quraner Fajilot purno sura
কুরআন আল্লাহর কিতাব। এতে রয়েছে ১১৪ টি সুরা ও ৬৬৬৬ আয়াত। প্রত্যেকটি আয়াতই আলাদা আলাদা ফজিলত বহন করে।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা গোটা কোরআনকে বরকতময় করে নাজিল করেছেন।
এর প্রতিটি হরফেই সওয়াব। তাই ফাজায়েল বলতে গেলে বলতে হবে সমগ্র কোরআনই ফজিলতপূর্ণ। এর প্রতিটি শিক্ষাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপজীব্য।
তবে কিছু কিছু সূরা রয়েছে, যা অন্য সবগুলো থেকে আলাদা মর্যাদা রাখে। তেমনি বেশ কিছু আয়াত রয়েছে, যেগুলোর ফজিলত নিয়ে স্বতন্ত্র বহু হাদিস বর্ণিত হয়েছে। আসুন এক নজরে সেসব সূরা এবং আয়াতের ফজিলত জেনে নিই-............................!!
যে ১০ টি কারণে রিজিকের বরকত চলে যায় , রিজিকের বিভিন্ন স্তর এবং পবিত্র কোরআন ও হাদিসে রিজিক বৃদ্ধির ১০টি আমল
আয়-রোজগার ভালো হওয়া সত্ত্বেও অভাব দূর হয় না। এ অভিযোগ অনেকেই করে থাকেন। সংসারে টানাটানি লেগেই থাকে। দিনরাত পরিশ্রম করেও সুখ নেই। কোথায় যেন কী নেই নেই একটা বিষয়। আসলেই একটা জিনিস নেই। সেটা হলো- বরকত।
আল্লাহ প্রদত্ত বিষয় হচ্ছে বরক। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমলের মাধ্যমে। মালে, সম্পদে বরকত দিলে অল্পও অনেক হয়, আর বরকত না হলে কাড়ি কাড়ি সম্পদ, রাশি রাশি ধনও হাতে ধরা দেয় না। ইসলামি স্কলারদের মতে, বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সম্পদের বরকত চলে যায়।
এখানে জীবন-জীবিকা থেকে বরকত দূরীভূত হওয়ার কিছু কারণ উল্লেখ করা হলো:...............................!!

ঋণ থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া | যে দোয়া পড়লে উহুদ পাহাড় সমান ঋণ থেকেও মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ
বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এ ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়। আর তাই জীবনে সব সময়ই আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তিলাভের জন্য হাদিস শরিফে বিশেষ ও কার্যকরি কিছু দোয়া বর্ণিত হয়েছে।
ঋণ যথারীতি পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণ প্রদান করে ঋণদাতা গ্রহীতাকে উপকার ও অনুগ্রহ করে থাকে।
কিন্তু ঋণ পরিশোধ কোনো অনুগ্রহ নয়, বরং ঋণগ্রহীতার ওপর এক অবধারিত দায়িত্ব। ঋণগ্রহীতার ওপর এটি ঋণদাতার অধিকার।
এমনকি যদি ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করার পূর্বে মারা যায়, তাহলে কাফন-দাফনের পর প্রথমেই তার রেখে যাওয়া সম্পদ থেকে ঋণ পরিশোধ করে দিতে হবে। ঋণ পরিশোধের পর যদি অতিরিক্ত কিছু থাকে, তাহলেই কেবল তার ওয়ারিশদের মাঝে তা বণ্টন করা হবে এবং তাতে তার অসিয়ত কার্যকর হবে।.................................!!
সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত
সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে।
মাকাল বিন ইয়াসার (রা,) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল বেলা তিন বার “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পড়বে। এরপর সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে। আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন; যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে।
আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।’
(সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯০; আবু দাউদ, হাদিস : ২৯২২; মুসনাদ আহমদ, হাদিস : ১৯৭৯৫; কানজুল উম্মাল, হাদিস : ৩৫৯৭).................................!!
এক সাথে এত গুলো বাংলাদেশের নিউজপেপার ওয়েবসাইট লিস্টি করেছেন এটি অসাধারণ উদ্যোগ। আপনার কাছ থেকে এমন আরো ইনফর্মেশন মূলক পোস্ট চাই ভূমি মন্ত্রনালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
উত্তরমুছুনবাংলাদেশের নিউজ পোর্টাল ওয়েবসাইট গুলো একত্রিত করার জন্য আপনাকে জানাই অভিনন্দন । আগামীতে আশা করি এমন আরো ইনফর্মেশন মূলক আপনার পোস্ট পাবো
Thanks for writing such a beautiful and informative article! I really enjoyed reading it! Thanks again! I myself am a blog writer! I have some blogs for your audience! I hope they can learn a lot from my article! If you have any questions about Skills Development and Freelancing, visit TEvan Academy.
উত্তরমুছুন1- যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার
2- ইনস্টাগ্রাম মার্কেটিং কি?ইনস্টাগ্রাম মার্কেটিং যেভাবে শুরু করবেন
3- টুইটার মার্কেটিং কি? টুইটার মার্কেটিং কিভাবে শুরু করবেন?
4- এখন থেকে আমরা কেন মেটা: মার্ক জাকারবার্গ
5- গন্ডোলার ভেনিস, জলে ভাসার ভেনিস
Good Health Good Mind Good Life goodhealth247.
উত্তরমুছুনGOODHEALTH247