নামাজে আমরা কি পড়ি ? অর্থ বুঝে নামাজ পড়ি !


নামাযের আরবী শব্দ সালাত যার অর্থ দুআ করা, ক্ষমা চাওয়া, গুণগান ও পবিত্রতা বর্ণনা করা, নিকটবর্তী হওয়া। কুরআনের পরিভাষায় নামাযের অর্থ হলো আল্লাহর দিকে মনোযোগ দেয়া, তাঁর দিকে অগ্রসর হওয়া, তাঁর কাছেই চাওয়া এবং তাঁর নিকটবর্তী হওয়া।

 আমরা যারা আরবি বুঝি না, নামায পড়াটা আমাদের অনেকের কাছে একটি অনুষ্ঠান হয়ে গেছে, যাতে আধ্যাত্মিক ভাবে আমরা খুব কমই লাভবান হই। আমরা ভুল আরবিতে কিছু আপত্তিকর শব্দ করি, হাত পা উঠা নামা করি, উপর-নীচ হই, ডানে-বামে তাকাই – আর ধরে নেই চমৎকার আল্লাহর ইবাদত করা হল। আরবি যাদের মাতৃভাষা, তারা যখন আমাদেরকে কিছুই না বুঝে আরবিতে নামায পড়তে দেখে, তখন তারা বড়ই অবাক হয় – কেন আমরা কিছুই না বুঝে এরকম একটা কাজ দিনের পর দিন করে যাচ্ছি? যেখানে তারা বুঝে শুনে নিজের মাতৃভাষায় আল্লাহর কথা স্মরণ করছে!

একটা উদাহরণ দেই,আমরা যখন বলি – কুলহু আল্লাহু আহাদ – এর বাংলা করলে দাঁড়ায় – খাও, আল্লাহ এক, অদ্বিতীয়। “কুল” অর্থ “খাও”। “কু’ল” (গলার ভিতর থেকে কু বলা) অর্থ “বল”।










No comments:

Post a Comment