MD. ZAKIR HOSSAIN online
2. Income Tax Practitioner-NBR
3. Member of Dhaka Taxes Bar Association as Tax Lawer
Little About Me
আমি মোঃ জাকির হোসেন। পেশায় একজন চাকুরীজিবী। বর্তমানে ঢাকায় বসবাস করছি। ব্লগ পড়তে ও আর্টিকেল লিখতে পছন্দ করি। আমার অবসর সময়ে ব্লগে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকি। আমার ব্লগিংয়ের অন্যতম উদ্দেশ্য আপনাদের কাছে শিক্ষামূলক ও প্রয়োজনীয় তথ্য শেয়ার করা এবং ওয়েবকে তথ্য সমৃদ্ধ করা। পাবনা জেলাধীন ফরিদপুর থানার ডেমরা ইউনিয়নে ১৯৮১ সালের সেপ্টেম্বরে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। ছোট বেলা ডেমরা ইউনিয়নে আমার লেখাপড়ার সময় কাটে। বর্তমানে চাকরীর সুবাদে ঢাকায় অবস্থান করছি।
আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি। যদিও আমি হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স করে হিসাব বিভাগেই চাকরী করছি তথাপিও বসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি। যেমন কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ প্রোগ্রামিং, ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি ।
আমি কম্পিউটারের যে বিষয়টি পছন্দ করি সেটি হচ্ছে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।.
I am an energetic, ambitious person who has developed a mature and responsible approach to any task that I undertake, or situation that I am presented with.
As a graduate with fifteen years’ experience in accounts & finance, I am excellent in working with others to achieve a certain objective on time and with excellence.
I am 40 years old. I'm married and I've got 2 sons & 1 daughter.I live at near Evercare Hospital in Bashundhara Residential Area.I h've complited B.COM (Hon's) M.COM in Accounting. I am working in a Group of Company. I like my work very much !
Thanks for visiting my profile.


No comments:
Post a Comment