সুরা ইয়াসিনের বাংলা উচ্চারণসহ ফজিলত

 সূরা ইয়াসিন - 

      আরবি, অর্থ, উচ্চারণ,ভিডিও,

                                       আমল ও ফজিলত   



কুরআন করীমের মোট ১১৪ টি সূরার একটি সূরার নাম ইয়াসিন। সূরার ধারাবাহিক ক্রমানুসারে এটি কুরআনের ৩৬ নং সূরা।


 কুরআনে কিছু সূরা রয়েছে যেগুলোর অতিরিক্ত কিছু ফযিলত রয়েছে যা হাদীস দ্বারা প্রমাণিত। 
সুরা ইয়াসিন সেই সুরাগুলোর মধ্যে অন্যতম।   



তিরমিযি শরীফে এসেছে  
" إن لكل شيء قلبا وقلب القرآن يس ومن قرأ يس كتب الله له بقراءتها قراءة القرآن عشر مرات". ( سنن الترمذي، فضل يس، رقم:2887)
‘‘প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে, আর কুরআনে হৃদয় হচ্ছে ‘ইয়াসিন’। যে ব্যক্তি ‘ইয়াসিন’ পড়বে আল্লাহ তার আমলনামায় দশবার পূর্ণ কুরআন পড়ার নেকী দান করবেন।










No comments:

Post a Comment